দারুল উলূম ঢাকা

মক্কীনগর, ভাঙ্গা ব্রীজ, কালীগঞ্জ, গাজীপুর-১৭২০

আবাসিক হলের নীতিমালা

দারুল উলূম ঢাকার সকল বিভাগের ছাত্রদের জন্য রয়েছে সুন্দর ও মনোরম আবাসন ব্যবস্থা। এখানে হিফজ বিভাগের জন্য  ৫ টি,  মক্তব বিভাগের জন্য ৫টি, এবং কিতাব বিভাগের জন্য আলাদা আলাদা কামরা রয়েছে, সকল ছাত্র একে অপরের ভাই সুলভ ব্যবহার করে। ছাত্রদের ব্যাবহারিক জিনিষ পত্র নিজ হেফাজতে রাখবে। প্রয়োজনের বেশি কিছুই কক্ষে রাখিবে না।