আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।
‘দারুল উলূম ঢাকা হিফয-মকতবসহ কিতাব বিভাগে সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস (মাষ্টার্স) পর্যন্ত
সমন্বিত একটি বেসরকারী ইসলামী বিশ্ববিদ্যালয়।
ছাত্রদেরকে দ্বীনদার ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য ‘দারুল উলূম ঢাকা’য়
নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রশিক্ষণমূলক বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়। সে হিসেবে ‘দারুল উলূম ঢাকা’র বর্তমান কার্যক্রমকে তিনটি পর্যায়ে বিন্যস্ত করা যায়:
* শিক্ষা ব্যবস্থা * প্রশিক্ষণমূলক কর্মসূচী * সমাজসেবামূলক কার্যক্রম